
যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে জার্মান প্রবাসী বাবুল হোসেন
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পাওয়ার অভিযোগে শ্যালকের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন জার্মান প্রবাসী মো. বাবুল হোসেন মোল্যা।
অভিযোগে জানা যায়, বাবুল তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না পেয়ে তিনি স্ত্রী তাহেরার চাচাতো ভাই নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। সাদিয়া ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় তাহেরা ওয়াজেদ তুহিনের বড় ভাই এবং ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল ফরিদপুর আদালতে বাবুল হোসেনের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেছেন।
বাবুল ও তাহেরার পারিবারিক পটভূমি অনুযায়ী, তারা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা এবং সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে বাবুল। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
বাবুল হোসেন মোল্যা এ বিষয়ে বলেন, “আমার বিরুদ্ধে আনা যৌতুকের অভিযোগ সত্য নয়। প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি চলছিল। আমি তাকে আইনানুগভাবে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি।”
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, “যেহেতু মামলাটি আদালতে হয়েছে, আদালত থেকে সমন জারি হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”