
গাজীপুর নগরের জিরানী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর নগরের জিরানী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।
পরে আন্দোলনরত শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সেসব কারখানার ফটকে বিক্ষোভ করেন। এতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারঘোষিত ৯ শতাংশ বাৎসরিক বেতন বৃদ্ধির নিয়ম অনুযায়ী যাঁদের চাকরির এক বছর পূর্ণ হয়নি, তাঁদের বেতন বৃদ্ধি প্রযোজ্য নয়। তবে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা দাবি করেন, অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাঁদেরও তা করতে হবে।
এই দাবিতে শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করে পরে আশপাশের ১৫-১৬টি কারখানার সামনে গিয়ে বিক্ষোভ চালান। তাঁদের চাপের মুখে সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য করা হয়।
আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিক খাইরুল ইসলাম বলেন, “আগে যারা চাকরি নিয়েছেন, তাঁরাও শ্রমিক, আর আমরা যারা নতুন, আমাদেরও ৭-৮ মাস হয়ে গেছে। তাই অন্যদের মতো আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।”
পোশাকশ্রমিক আকবর আলী বলেন, “নতুন শ্রমিকদের, যাঁদের এক বছর পূর্ণ হয়নি, তাঁদেরও বেতন বৃদ্ধি করতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাব।”
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করেন, যার প্রভাব আশপাশের কারখানাগুলোতেও পড়ে। বিক্ষোভের কারণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে, এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।