
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলে শাড়ি ও টিপ পরে ঘোমটা দিয়ে প্রবেশ করা এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ।শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ (৩১), যিনি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানার বাসিন্দা।
হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, পারভেজ প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, প্লাজু ও মুখে ঘোমটা দিয়ে হলে প্রবেশ করেন। তার পোশাক ও হাঁটার ধরন দেখে সন্দেহ হলে শিক্ষার্থীরা বিষয়টি হল সুপারকে জানান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হল সুপার ওই ছাত্রীর কক্ষে গিয়ে পারভেজকে দেখতে পান। পরে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক পারভেজ নিজেকে ওই ছাত্রীর বন্ধু দাবি করে বলেন, “আমাদের সাত বছরের বন্ধুত্ব। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ দিয়ে, মুখ ও শরীর চাদরে মুড়িয়ে প্রবেশ করি।”অন্যদিকে, ওই নারী শিক্ষার্থী জানান, “বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে সে এসেছিল। রাতে থাকার জায়গা না থাকায় তাকে আমি হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, আটক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।এছাড়া, হলের অভিযুক্ত নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।রোববারের মধ্যে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর শিক্ষার্থীরা হলের নিরাপত্তা জোরদার এবং শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে গিয়ে শেষ হয়।