রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টার্বাইন বসানোর কাম কাজ শেষ।

পাবনার ঈশ্বরদীর রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়া হইতেছে, ওইখানে প্রথম ইউনিটের টার্বাইন বসানোর কামকাজ শেষ হইছে। আজ মঙ্গলের দিন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন একখান বার্তা পাঠাইয়া এই খবর জানাইছে।

ওই বার্তায় কইছে, টার্বাইন বসানোর সব থেইকা গুরু ব্যাপারটাও শেষ হইছে। টার্বাইন সেটটারে বারিং গিয়ারের উপরে ফিট কইরা নিখুঁতভাবে বসানো হইছে। বসানোর পরপরই পরীক্ষা কইরা দেখা হইছে, টার্বাইনের শ্যাফট আস্তে আস্তে ঘুরে ঠিকঠাক চলে কিনা।

আরও কইছে, বিদ্যুৎকেন্দ্র স্টার্ট আর বন্ধ করার টাইমে টার্বাইন রোটর যাতে ঠিকঠাক থাকে, ঠিকমতো ভারসাম্য ধরে রাখে, সেই কামটা করে বারিং গিয়ার। এই জিনিসটা বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা আর ঠিকমতো চলার লাইগা খুব দরকারি। পরীক্ষার পর এক্সপার্টরা খুঁটিনাটি দেখছে, টার্বাইনের সংযোগ আর এলাইনমেন্ট পুরাটাই নিখুঁত হইছে।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার প্রতিষ্ঠান এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেইরি কইছেন, “রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন বসানোর কাজ ঠিকমতো শেষ হইছে, আর এই কামটা বিদ্যুৎকেন্দ্র চালুর আগের একখান বড় ধাপ। আমরা পরীক্ষা কইরা দেখছি, সব যন্ত্রপাতির সংযোজন খুব ভালোভাবে হইছে আর এইগুলা নির্ভরযোগ্য।”

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুইটা ইউনিট মিলায়া ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ বানানোর পরিকল্পনা আছে। প্রথম ইউনিট চালু হওয়ার কথা আছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে, আর দ্বিতীয় ইউনিট ২০২৩ সালের অক্টোবরে। কিন্তু করোনা মহামারি আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নির্দিষ্ট টাইমে এই প্রকল্প চালু করা যায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *