
মতলবে স্ত্রীকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টার পর স্বামী আটক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় গ্রামে স্ত্রীর ওপর চালানো নৃশংসতার ঘটনায় তোলপাড় চলছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঠাকুর বাড়িতে স্বামী গোলাম মোস্তফা (৫০) তার স্ত্রী লাকি আক্তারকে (৩০) গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়ে স্ত্রীর নিথর দেহের উপর পড়ে থাকেন।
লাকি আক্তার ছিলেন মৃত নুরুল ইসলামের মেয়ে। স্বামী গোলাম মোস্তফা কুমিল্লার তিতাস থানার জগৎপুর গ্রামের বাসিন্দা। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে, যার নাম জুনায়েদ।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহমেদ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা ছুরি উদ্ধার করেন এবং গোলাম মোস্তফাকে আটক করেন। পরে তাকে আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
গোলাম মোস্তফার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি চট্টগ্রামে ট্রাকচালক হিসেবে কাজ করেন। ঘটনার দিন সকালে তিনি সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন।
লাকি বেগমের মামা টুকু প্রধান জানান, লাকির জীবন ছিল নানা প্রতিকূলতায় ভরা। প্রায় ৮ বছর আগে চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করার সময় মোস্তফার সঙ্গে তার পরিচয় হয়। পরিবারের অজান্তে তারা বিয়ে করেন। কয়েক বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর লাকি আবার বিয়ে করেন, তবে সেটিও টেকেনি। সাম্প্রতিক মাসগুলোতে তিনি মামুন প্রধানের বাড়িতে ভাড়া থাকছিলেন।
ঘটনার সময় লাকির ছেলে জুনায়েদ এবং প্রতিবেশী জেসমিন আক্তার চিৎকার শুনে এগিয়ে আসেন। জুনায়েদ জানায়, তার মাকে গলায় ছুরি দিয়ে আঘাত করেন মোস্তফা।
প্রতিবেশীরা জানান, ভোরের ফজরের নামাজের সময় গ্রামে মোস্তফাকে দেখা যায়, তবে তিনি এলাকার কারও কাছে পরিচিত নন। মোস্তফার সুস্থতার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় লাকির পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার এবং ঘাতকের ফাঁসির দাবি জানিয়েছেন।
ওসি মো. সালেহ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।