
নোয়াখালীর চাটখিল থানার পুকুর থেকে লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার
নোয়াখালীর চাটখিল থানার পুকুর থেকে গত ৫ আগস্ট লুট হওয়া একটি চায়নিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাইফেলটি উদ্ধার করে। তবে কে বা কারা এই অস্ত্র পুকুরে ফেলে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে থানার পুকুরে একটি লুট হওয়া চায়নিজ রাইফেল রয়েছে। ওই তথ্য অনুযায়ী, থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) পুকুরে নেমে তল্লাশি চালান। প্রায় কিছুক্ষণ খোঁজার পর বিকেল সাড়ে চারটার দিকে রাইফেলটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া রাইফেলে কোনো গুলি পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, ৫ আগস্ট চাটখিল থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের সময় লুট করে নেওয়া অস্ত্রটি দুর্বৃত্তরা পরে থানার পুকুরে ফেলে যায়। ওই দিন থানার আটটি এবং খিলপাড়া পুলিশ ফাঁড়ি থেকে তিনটি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি লুট হয়। এর মধ্যে চাটখিল থানার তিনটি চায়নিজ রাইফেলও ছিল।
এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্র ও গুলির মধ্যে একটি চায়নিজ রাইফেল এবং ৩১২টি গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “৫ আগস্ট লুট হওয়া একটি চায়নিজ রাইফেল আজ বিকেলে থানার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে রাইফেলের ভেতরে কোনো গুলি পাওয়া যায়নি।”
ওসি আরও জানান, ৫ আগস্ট লুট হওয়া ১১টি অস্ত্রের মধ্যে এটি প্রথম উদ্ধার। এর আগে চায়নিজ রাইফেলের ৩১২টি গুলি উদ্ধার করা হয়েছিল। বাকি অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।