জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হামলার প্রতিবাদ ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান তাঁর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। রোববার দিবাগত রাত পৌনে দুইটায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের আশ্বাসে তিনি জুস পান করে অনশন ভাঙেন।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন।

অনশন ভাঙার পর জিয়াউদ্দিন বলেন, “আমি দুই দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে যে, জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের জন্য গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার প্রকাশ করা হবে। একই সঙ্গে ইতোমধ্যে শনাক্ত হামলাকারীদের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।”

জাকসু কার্যকরের বিষয়ে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এসব প্রতিশ্রুতির ভিত্তিতেই আমি অনশন থেকে সরে এসেছি।”

অনশন কর্মসূচি ভাঙানোর সময় উপস্থিত ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও অনুষদের ডিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *